ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিটিভি’র সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
বিটিভি’র সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩ ছবি: প্রতীকী

নেত্রকোনা: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে আটক করেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার থানা পুলিশ।
বুধবার (০৭ অক্টোবর) রাতে বারহাট্টা ডাকবাংলো থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন-কুমিল্লার জামাল উদ্দিন (৪৫), ফেনীর সাইফুল ইসলাম (৩৫) ও হাবিবুল হাসান (৩৮)।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

আটক ওই তিন ভুয়া সাংবাদিক জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে চাঁদাবাজি করে আসছিলেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।