নেত্রকোনা: নেত্রকোনা আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের মুশফিকুর রহমান তুহিন (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে কুতুবপুরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় বুক ও ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে তুহিনকে হত্যা করা হয়।
এ ঘটনায় ময়মনসিংহ থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। আটকেরা হলেন-উপজেলার লক্ষীপুর গ্রামের দুই ভাই আমির খাঁ ও ওদুদ খাঁ।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।
পূর্ব শত্রুতার জের ধরে তুহিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
টিআই