শরীয়তপুর: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সীমার (১৪) সঙ্গে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের খালেক সরদারের ছেলে ওমান প্রবাসী সেন্টু সরদারের বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সীমা ছয়গাঁও ছাত্রমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১২ সালে আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। সমাপনী পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের রেজিষ্টার খাতায় সীমার জন্ম তারিখ লেখা হয় ০১ জানুযারি ২০০১। সে অনুযায়ী সীমার বর্তমান বয়স ১৪ বছর ৯ মাস। ২০১৪ সালে সীমা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়। সীমাকে বিয়ে দেওয়ার জন্য ছয়গাঁও ইউনিয়ন পরিষদ থেকে বয়স বাড়িয়ে ১৮ বছর করে জন্মনিবন্ধন তৈরি করে নেওয়া হয়েছে বলে জানা যায়। সীমার বাবা বিদেশ থাকায় বিয়ের আয়োজন করেন সীমার মা সাহিদা বেগম ও তার খালা ফাতেমা বেগম।
ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ভুটু মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাল্য বিয়ের বিষয়টি জানতে পেরে বিয়ে বন্ধ করার জন্য তাদের বলেছি। ১৪ বছরের মেয়েকে ১৮ বছর বানিয়ে জন্ম নিবন্ধন তৈরির বিষয়টি জানতে চাইলে চেয়ারম্যান এড়িয়ে যান।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল আহমেদ বলেন, বাল্যবিয়ের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএ