ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু সাইবার অপরাধ ঠেকাতে গ্রামীণফোন নেটওয়ার্কিং

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
শিশু সাইবার অপরাধ ঠেকাতে গ্রামীণফোন নেটওয়ার্কিং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: শিশু সাইবার অপরাধ ঠেকাতে গ্রামীণফোন নেটওয়ার্কিংয়ে ফিল্টার স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।



এর আগে গ্রামীনফোনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী।  

এ সময় তথ্যমন্ত্রী বলেন, গ্রামীণফোন সাইবার অপরাধ দমনে তাদের নেটওয়ার্কে ফিল্টার বসিয়েছে। শিশুরা যাতে ইন্টারনেট ব্রাউজিংয়ের মাধ্যমে কোনো অনভিপ্রেত কিছু দেখতে না পারে এবং ডাউনলোড না করতে পারে সে লক্ষে এ ফিল্টার বসানো হয়।

এছাড়া ক্ষতিকারক বিকিরণ ঠেকাতে সারা দেশে গ্রামীণফোনের টাওয়ারে শিগগিরই নতুন একটি ডিভাইজ স্থাপন করবে তারা।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫‍
এসএমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।