ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মুজাহিদের সঙ্গে পরিবারের সাক্ষাত শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
মুজাহিদের সঙ্গে পরিবারের সাক্ষাত শুক্রবার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন তার পরিবারের সদস্যরা।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টায় ছোট ছেলে আলী আহমেদ মাবরুরসহ পাঁচজন মুজাহিদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির।



গত ৩০ সেপ্টেম্বর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলারও চূড়ান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ১৬ জুন মুজাহিদ এবং ২৯ জুলাই সাকা চৌধুরীর মামলার সংক্ষিপ্ত আকারে এ চূড়ান্ত রায় দেন সর্বোচ্চ আদালত।

এরপর ০১ অক্টোবর তাদেকে আপিল বিভাগের রায় অবহিত করে তা পৌঁছে দেয় কারাগার কর্তৃপক্ষ। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যু পরোয়ানাও পড়ে শোনানো হয়।

সে থেকে দু’জনই আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জানাতে ১৫ দিন সময় পাবেন, যা শেষ হবে ১৫ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন জানাবেন বলে জানিয়েছেন দু’জনই।
 
গত ০৩ অক্টোবর মুজাহিদের পাঁচ আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং ০৬ অক্টোবর সাকা চৌধুরীর এক আইনজীবী কাশিমপুর কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার-১) সাক্ষাত করে রিভিউ আবেদনের বিষয়ে নির্দেশনা নিয়ে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমএইচপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।