ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৩৪তম বিসিএস’র নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
রাজশাহীতে ৩৪তম বিসিএস’র নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন

রাজশাহী: ৩৪তম বিসিএস শূণ্য পদে মেধাবীদের মূল্যায়ন, মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফল প্রকাশ এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর চাকরিতে নিয়োগের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন নিয়োগ বঞ্চিত প্রার্থীরা।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে মহানগরীর সাহেবাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।



মানববন্ধনে বক্তারা বলেন, ৩৪তম বিসিএস শূন্য পদে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন ধরে তাদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে না। আর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় হতাশায় দিন কাটছে তাদের। অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। তা না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

মানববন্ধনে ৩৪তম বিসিএস শূন্য পদে প্রায় শতাধিক নিয়োগ বঞ্চিত প্রার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪০১১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।