নাটোর: নাটোর শহরের উত্তরা সুপার মার্কেটের নৈশপ্রহরী কাজী আবুল বাশার ডিয়ারকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে তৈরি পোশাকের তিনটি দোকানের নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত নৈশপ্রহরী কাজী আবুল বাশার ডিয়ার শহরের আলাইপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা শহরের প্রাণকেন্দ্র আলাইপুর এলাকার উত্তরা সুপার মার্কেটের পেছনের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা মার্কেটের দোতালার মিজান গার্মেন্টস, মিম ফ্যাশান ও পদ্মা গার্মেন্টস নামে তৈরি পোশাকের তিনটি শো রুম ভেঙে নগদ টাকা ও পোষাক লুট করে। এ সময় তারা নৈশপ্রহরী কাজী আবুল বাশার ডিয়ারকে শ্বাসরোধ করে হত্যার পর সিঁড়ি ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ব্যবসায়ীরা মাকের্টে এসে দোকন খুলতে গিয়ে ঘটনা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে নৈশপ্রহরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের চিনে ফেলায় তারা নৈশপ্রহরীকে হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএ