ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

১৫ নভেম্বরের পর কেরানিগঞ্জ কারাগার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
১৫ নভেম্বরের পর কেরানিগঞ্জ কারাগার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি বছরের ১৫ নভেম্বরের পর যে কোনো দিন কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করতে প্রথানমন্ত্রীর কাছে সিডিউল চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে কারা অধিদপ্তরে ‘বন্দি কল্যাণ ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে কারাবন্দিদের পুনর্বাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

এর আয়োজনে সহায়তা করে বেসরকারি সংস্থা জিআইজেড।

ইফতেখার উদ্দিন বলেন, ১৫ নভেম্বর কারাগার স্থানান্তরের জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপর প্রধানমন্ত্রী কারাগার উদ্বোধন করবেন। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিদের স্থানান্তর করা হবে।

তিনি  ‌আরো বলেন, ওই কারাগারে এমনভাবে বন্দি রাখার ব্যবস্থা করা হয়েছে যেখানে অনায়াসেই ৬ থেকে সাড়ে ৬ হাজার বন্দি রাখা যাবে। পর্যায়ক্রমে সেখানে ৮ হাজার বন্দি রাখার ব্যবস্থা করা হবে।  

বন্দিদের মানসিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, কারাগার থেকে বন্দিরা মুক্তি পাওয়ার পর সামাজিক প্রেক্ষাপটে খাপ খাওয়াতে পারে না। তাদের মানসিক উন্নয়ন এবং আত্মবিশ্বাসী করে তোলার জন্য কারা কর্তৃপক্ষ বিভিন্ন এনজিওয়ের সহায়তায় কাজ নিচ্ছে।

এছাড়া তারা যেন কারাগার থেকে বের হয়ে স্বাবলম্বী হতে পারে সেজন্য কারাগারে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন এ মহাপরিদর্শক।

কারাগার থেকে প্রশিক্ষণ নিয়ে বের হবার পর স্বাবলম্বী হয়েছেন এমন কয়েক কারাবন্দি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসজেএ/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।