ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুর থেকে অপহৃত শিশু কেরাণীগঞ্জে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
গাজীপুর থেকে অপহৃত শিশু কেরাণীগঞ্জে উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর থেকে অপহৃত এক শিশু ‍সুরমাকে (০২) কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর একটি দল।

বুধবার (০৭ অক্টোবর) দিবাগত রাতে কেরাণীগঞ্জের পারগেন্ডারিয়া কবরস্থান সংলগ্ন একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়ার মনিপুর এলাকা থেকে স্থানীয় শফিকুল ইসলামের দুই বছর বয়সী মেয়ে সুরমাকে গত ৬ অক্টোবর জনৈক মোকছেদ ওরফে সাগর (৪০) অপহরণ করে।

এ ব্যাপারে শফিকুল ইসলাম পরদিন র‌্যাব-১ এ অভিযোগ করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে কেরাণীগঞ্জের পারগেন্ডারিয়া কবরস্থান সংলগ্ন শাহেদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া সুমির বাসায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে অপহরণকারী মোকছেদ ওরফে সাগর পালিয়ে যান।

উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।