ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ঈশ্বরদীতে পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩ ছবি: প্রতীকী

ঈশ্বরদী: ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যাকাণ্ডের চার দিন পর সন্দেহভাজান তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন-পাকশীর যুক্তিতলা গ্রামের মো. হোসেন গেদুর ছেলে খোকন, বাঘইল পশ্চিমপাড়ার জহিরের ছেলে জনি ও বাঘইল ঠাকুরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজাউল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গ্রেফতারকৃত ওই তিন জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (০৪ অক্টোবর) রাতে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এএসআই সুজাউলকে হত্যা করা হয়। পরের দিন সোমবার সকালে পুলিশ পাকশী রেলওয়ে কলেজের পেছনের একটি কলাবাগানের কাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।