ঢাকা: কারাগারেও অনিয়ম হচ্ছে স্বীকার করে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, কর্তৃপক্ষ এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কাজ করছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কারা অধিদপ্তরে ‘বন্দী কল্যাণ ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে কারাবন্দিদের পুনর্বাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, কারাগারে অনিয়ম হচ্ছে না, তা বলবো না। কারাগারেও অনিয়ম হচ্ছে, তবে কর্তৃপক্ষ সেগুলো দূর করতে কাজ করছে।
জঙ্গিরা কারাগারে থেকেই হামলার পরিকল্পনা করে এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কারা মহাপরিদর্শক বলেন, কারাগারের বন্দিদের আটকে রাখলেও তাদের মস্তিষ্ক তো আর আটকে রাখা যায় না। তারা বিভিন্ন পরিকল্পনা করতেই পারে। তবে কারাগারের ভেতর থেকে সে বাইরে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না।
সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, জঙ্গিদের আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তারা সবার সঙ্গে যোগাযোগ করে থাকে। তাছাড়া অনেক সময় বন্দিদের দেশের বিভিন্ন কারাগারে স্থানান্তর করার সময়ও তারা সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে।
কারাগারে বন্দিদের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে কারা মহাপরিদর্শক বলেন, প্রমাণ পেলে কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সম্প্রতি দুইজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, সাত কারারক্ষীকে চাকরিচ্যুতও করা হয়েছে।
কারাগারে বিদেশিরা নিরাপদ আছেন
বর্তমানে দেশের ৬৮ কারাগারে ৫১৪ জন বিদেশি বন্দি আছেন উল্লেখ করে কারা মহাপরিদর্শক বলেন, বিদেশি বন্দিরা কারাগারে নিরাপদেই আছেন। তাদের সংস্কৃতি ও খাদ্যাভাস আলাদা বলে তাদের দেশীয় বন্দিদের থেকে আলাদা রাখা হয়। তাদের নিরাপত্তার কোনো সংকট নেই।
বিদেশি বন্দিদের মধ্যে ৭৩ জন মুক্তির অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, সংশ্লিষ্ট দেশের দূতাবাস ক্লিয়ারেন্স দিলেই তাদের মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসজেএ/জেডএফ/এইচএ