ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে বাস খাদে পড়ে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
বরিশালে বাস খাদে পড়ে আহত ১০

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল রাজামাতা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্য থেকে সুলতানা ইসলাম, ফজিলা, কুমুকমু ও সিরাজুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন রাজমাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আহতরা জানান, খুলনা থেকে বরিশালগামী মীম পরিবহনের যাত্রীবাহী একটি বাস (রংপুর-ব-১১-০০০৩) রাজমাতা এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির ধাক্ক‍া লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

তিনি আরো জানান, বেশ কয়েকজন যাত্রী আহত হলেও এখন নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।