ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ভৈরবে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ভৈরবে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভৈরব হাজী হাসমত কলেজের অধ্যাপক মিয়া খায়রুল আমানসহ আরো দু’জন।



বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের একটি বাস ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। ‍এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।