খুলনা: খুলনা জেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় এ ভবনের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সচিব শৈলেন্দ্র নাথ মন্ডল, সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ বলেন, মানুষের সেবা আরও নিশ্চিত করার লক্ষে ও জনবল বাড়ার কারণে জেলা পরিষদের ভবন সম্প্রসারণ একান্ত প্রয়োজন ছিল। নবনির্মিত ভবন সরকারের দেওয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এমআরএম/আরএম