ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ১শ’ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
সিংড়ায় ১শ’ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের সিংড়া উপজেলা থেকে ১শ’ কেজি গাঁজাসহ মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নাটোর-বগুড়া সড়কের নিংগন এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি কুড়িগ্রামের শিমুলতলী গ্রামের আবু বকরের ছেলে।

র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশিয়াল স্পেশাল কোম্পানি (সিপিএসসি) কমান্ডার মেজর আব্দুর রহিম ও স্থানীয়রা জানায়,  নিংগন এলাকায় এক ব্যক্তি ট্রাক থেকে নেমে কয়েকটি বস্তা ভর্তি মালামাল নিয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে এমন খবর পাওয়া যায়।
 
এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির চলাফেরা দেখে তাকে চ্যালেঞ্জ করে। পরে বস্তাগুলো খুললে সবগুলো বস্তায় গাঁজা পাওয়া যায়। এ সময় গাঁজাসহ তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে র‌্যাবকে জানায়, সে একজন মাদক ডিলার। ভারতের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে নদীপথে গাঁজা আসে বাংলাদেশে। পরে সেগুলি উত্তরবঙ্গের রাজশাহী, বগুড়া ও নাটোরসহ আশেপাশের জেলায় সরবরাহ করে থাকে।

উদ্ধার করা গাঁজাসহ আটক মিজানকে নাটোর প্রেসক্লাবে হাজির করে সংবাদ সম্মেলন করে র‌্যাব ৫।

আটক মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।