লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মসিউল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ৬টার দিকে তুষভাণ্ডার ইউনিয়নের কাশীরাম রেল ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজ্জাতুল ইসলাম সাজ্জাত বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে একদল পুলিশ ওই রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। পরে পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয় ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী মসিউলকে আটক করা হয়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/আরএ