পাথরঘাটা (বরগুনা): উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল থেকেই পাথরঘাটা উপজেলা পরিষদের মূল গেটে সতর্কতা সংকেতের পাতাকা টাঙ্গিয়ে দিয়েছে উপজেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি।
সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্ক সংকেত জারি করা হয়েছে।
বুধবার সকাল থেকেই বরগুনার পাথরঘাটায় ভারী বর্ষণ চলছে। অতি বৃষ্টি হওয়ায় পাথরঘাটা স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। পাথরঘাটা পৌর শহরের নিচু জায়গা মাটিতে তলিয়ে গেছে। এছাড়াও পাথরঘাটার বিভিন্ন নিচু এলাকায় ধানের বীজ তলিয়ে গেছে।
এদিকে গভীর সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হলেও মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় উপকূলের ট্রলার ও নৌক নিরাপদ আশ্রয় রয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএইচ