গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ জন।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের বৈঠাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি গ্রামে শাহজাহান মিয়া (৩৮) ও একই ইউনিয়নের মিরু পাড়ার বাসিন্দা আলেফা বেগম (৩৫)।
আতরা হলেন, নিহত আলেফা মা ফিরোজা বেগম (৫৫) ও তার দুই বছরে জমজ সন্তান জোবায়ের ও তালহা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা কবলিতরা বৈঠাখালি এলাকায় মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকা থেকে পঞ্চগড় গামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস সামনের যানবাহনকে ওভারটেক করতে গিয়ে তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত ৩ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫/আপডেটেড ১৯০৬
এসএইচ