ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুর সাফারি পার্কে ১৬৯টি রঙিন কচ্ছপ অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
গাজীপুর সাফারি পার্কে ১৬৯টি রঙিন কচ্ছপ অবমুক্ত

গাজীপুর: যশোরের বেনাপোল থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির ১৬৯টি  রঙিন কচ্ছপ  গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত কর‍া হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টচার্যের নেতৃত্বে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।



সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত রোববার যাশোরের বেনাপোলের বারোপোতা সীমান্ত দিয়ে পাচারের সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ওই কচ্ছপগুলো আটক করে।

আটককৃত কচ্ছপগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা। পরে কচ্ছপগুলো বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হয়।

কচ্ছপগুরো অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছিলো বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শিব প্রসাদ ভট্টচার্য বিজির বরাত দিয়ে জানান, একদল চোরাকারবারি কচ্ছপের একটি চালান নিয়ে পুটখালি সীমান্ত পার হয়ে বারোপোতায় অবস্থান করছিল। গোপন সংবাদ পেয়ে বিজিবির টহল দল অভিযান চালিয়ে কচ্ছপগুলো আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি সুটকেস ও কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সুটকেস ও বস্তার ভেতর ১৬৯ টি কচ্ছপগুলো পাওয়া যায়।

আটক বিরল প্রজাতির এসব কচ্ছপের বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।