নেত্রকোনা: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির দায়ে আটক তিন জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুজাফর রিপনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের এই কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন-কুমিল্লার জামাল উদ্দিন (৪৫), ফেনীর সাইফুল ইসলাম (৩৫) ও হাবিবুল হাসান (৩৮)।
এর আগে বুধবার (০৭ অক্টোবর) রাতে বারহাট্টা ডাকবাংলো থেকে এই তিনি জনকে আটক করে নেত্রকোনার বারহাট্টা উপজেলার থানা পুলিশ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ওই তিন ভুয়া সাংবাদিক জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে চাঁদাবাজি করে আসছিলেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
টিআই
** বিটিভি’র সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩