ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্নে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
সাভারে অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্নে অভিযান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ১২০০ ফুট অবৈধ গ্যাসপাইপ লাইন বিছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেন।



সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে লালটেক এলাকায় বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে প্রভাবশালী একটি মহলের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ সময় মাটির নিচে থেকে প্রায় ১২০০ ফুট গ্যাসপাইপ লাইন অপসারণ করা হয়। তবে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস অফিসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী আনোয়ার হোসেন ও আতিকুল ইসলামসহ ঊধ্বর্তন কর্তৃপক্ষ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।