ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পেট্রোল বোমা হামলার আসামি রবিউল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
পেট্রোল বোমা হামলার আসামি রবিউল গ্রেফতার ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর পরিবাগ ও বাংলামোটরে পেট্রোল বোমা হামলা মামলার অন্যতম আসামি রবিউল ইসলাম নয়নকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে মগবাজার বৈকালী হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিবলী নোমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিউল ইসলাম নয়নকে আটক করতে গেলে তিনি পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশ তাকে প্রতিহত করে, তার পায়ে একটি গুলি লাগে। পরে রবিউলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই রবিউল।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৫
এনএইচএফ/জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।