ঢাকা: রংপুরের কাউনিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া জাপানি নাগরিক হোসে কোনিওকে (৬৬) নগরীর মুন্সিপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন ঝন্টু বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জাপানি দূতাবাস থেকে দুপুরে এক ইমেইল বার্তায় হোসে কোনিওকে দাফনের বিষয়ে অনুমতি চাওয়া হয়েছে। ওই বার্তায় উল্লেখ করা হয়, গেল ২৭ রমজানে নগরীর মুন্সিপাড়ার কাদেরিয়া মসজিদের ইমাম সিদ্দিকুর রহমানের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। সেখানে তার নাম রাখা হয় মো. কিবরিয়া।
মেয়র আরও জানান, যেহেতু তিনি এখানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেজন্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাচাই শেষে শহরের কেন্দ্রীয় কবরস্থানে শুক্রবার তাকে দাফন করা হবে।
এদিকে জাপানি দূতাবাসের পক্ষ থেকে ৪ সদস্যের প্রতিনিধি দল রংপুরে অবস্থান করছেন। তারা ওই জাপানি নাগরিকের লাশ গ্রহণ করবেন বলে জানা গেছে। হোসে কোনির মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাপাতালের হিমঘরে রাখা হয়েছে।
৩ অক্টোবর (শনিবার) রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কুনিও। তিনি আলুটারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএইচ