ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিংড়ায় বাসচাপায় ইজিবাইক চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
সিংড়ায় বাসচাপায় ইজিবাইক চালকের মৃত্যু ছবি: প্রতীকী

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় বাসচাপায় আব্দুস সামাদ (৪৫) নামে ব্যাটারি চালিত ইজিবাইকের এক চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।



বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বপিজেলার শেরকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুস সামাদ উপজেলার সাগরবাড়ীয়া গ্রামের মৃত হেলাল বিশ্বাসের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত দু’জন নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, দুপুরে নাটোর থেকে বিআরটিসি একটি বাস বগুড়ায় যাচ্ছিল। এ সময় বাসটি নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বপিজেলার শেরকোল এলাকায় পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইককের চালকসহ চারজন আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। বাকিরা সেখানে চিকিৎসাধীন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।