ঢাকা: দরিদ্র জনগোষ্ঠীর বিচার পাওয়া এবং আইনি সহায়তা দানে সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘এসেস টু জাস্টিসঃ দ্যা রোল অফ কমিউনিটি মেডিকেসন’ শীর্ষক কমিউনিটি লিগ্যাল সার্ভিসের (সিএলএস) দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আইনমন্ত্রী বলেন, সরকার সুবিধা বঞ্চিতদের আইনি সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
‘দরিদ্র জনগোষ্ঠীর বিচার পাওয়ার সুযোগ বৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষা জোরদারে সরকার ও বেসরকারি সংস্থাসমূহের (এনজিও) মধ্যে বৃহত্তর সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সমাজ ভিত্তিক সালিশ সহ বিভিন্ন ধরনের বিকল্প বিরোধ নিস্পত্তির (এডিআর) ভূমিকার গুরুত্বের কথা বলেন মন্ত্রী।
সুপ্রিম কোর্টের ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের আদালতে বর্তমানে ২৮ লাখেরও বেশি মামলা পড়ে আছে উল্লেখ করে তিনি বলেন, বিকল্প পন্থায় এসব মামলা নিস্পত্তি হলে দেশের বিচার ব্যবস্থার ওপর মামলা জটের বিশাল চাপ হ্রাস পাবে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) অর্থায়নে ‘কমিউনিটি লিগ্যাল সার্ভিস (সিএলএস)’ এবং আইন মন্ত্রণালয়য়ের অধীন ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ যৌথভাবে সম্মেলন আয়োজন করেছে।
কমিউনিটি লিগ্যাল সার্ভিসের (সিএলএস) টিম লিডার জেরোম সায়ারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আইন মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ ও লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্টের পরিচালক সারাহ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এফবি/পিসি