ঢাকা: বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।
শুক্রবার (০৯ অক্টোবর) সকাল দশটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি লবিতে ৪র্থ তলায় (লিফটের ৩) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চার বিভাগে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার বিভাগ ও ছবি অাঁকার বিষয়গুলো হচ্ছে- পদ্মা বিভাগ: প্লে গ্রুপ থেকে প্রথম শ্রেণি পর্যন্ত, বিষয়: উন্মুক্ত, মেঘনা বিভাগ: দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত, বিষয়: উন্মুক্ত, যমুনা বিভাগ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, বিষয়: আমার দেশ এবং ব্রহ্মপুত্র বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত, বিষয়: মুক্তিযুদ্ধ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে।
এতে অতিথি থাকবেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী এবং আবুল বারক আলভী। সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএসআর