ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দেশ অস্থিতিশীল করতে বিদেশি হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
দেশ অস্থিতিশীল করতে বিদেশি হত্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নারগিরকদের হত্যা চক্রান্তের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে।



বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের টেম্পলরোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাতমাথা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে সাতমাথার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু জাফর সিদ্দিক রিপন, ইকবাল হোসেন, শাজেদুর রহমান শাহিন, জুলফিকার রহমান শান্ত, কামরুজ্জামান মাছুদ, শহিদুল ইসলাম বাপ্পী, রুহুল আমিন বাবুল, নাজমুল কাদির শিপন, নাছিমুল বারি নাছিম, লুৎফর রহমান মিন্টু, শহিদ হোসেন পাশা, আরিফুর রহমান আরিফ, মহিদুল ইসলাম, জিয়াউল হক জুয়েল, রাবিকুল ইসলাম রাজু, মেছবাহউল আলম, রুহুল আমিন, এসএম স্বপন ইসলাম, শাপু প্রামানিক, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল ফারুক, জিএস শ্যামল, ডা. আবুল হাসান, আব্দুল মোমিন, রিপন প্রামাণিক, মোহন শেখ, হোসেন শেখ, আরিফুল ইসলাম আরিফ, রওশন আলী, রুবেল আহম্মেদ, রমজান আলী, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন স্বপন, এস এম টুটুল, আতাউর রহমান আতা, বিশ্বজিৎ কুমার, আমিনুল ইসলাম সোহাগ, মানিক শেখ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে ব্যাপক সুনাম অর্জন করছে। ঠিক সেই সময় বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।

এরই ধারবাহিকতায় ঢাকায় একজন ইতালিয় নাগরিককে হত্যা করা হয়েছে। এই হত্যার রেশ না কাটতেই রংপুরে একজন জাপানি নাগরিককে একইভাবে হত্যা করা হলো।

বক্তারা আরও বলেন, লন্ডনে বসে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নির্দেশে তাদের দলীয় ক্যাডাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই সঙ্গে যুদ্ধাপরাধীদের রায়কে সামনে রেখে জামায়াত শিবির একই চক্রান্ত চালাচ্ছে। যাতে করে দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।