ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

জাতীয় ক্রিকেট দলের অধিকাংশই গ্রামের ছেলে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
জাতীয় ক্রিকেট দলের অধিকাংশই গ্রামের ছেলে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় দলে এখন যারা আছেন, তাদের অধিকাংশই গ্রামের ছেলে। তাই দেশের আনাচে-কানাচে যেসব প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড় আছেন, তাদেরকে খুঁজে বের করে ঢাকায় এনে প্রশিক্ষণ দেওয়া হবে।



বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রেসক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

জাতীয় প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু আনন্দ মেলা ও ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে এই প্রথমবারের মতো প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি’র পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া।

পাপন বলেন, শহর থেকেও আরও ক্রিকেটার পাওয়া গেলে দেশের ক্রিকেট দলকে শক্তিশালী করা যাবে। কেননা শহরের শিক্ষিত ক্রিকেটাররা প্রশিক্ষণ নিয়ে আরও উন্নত পারফর্ম করতে পারবেন। সহজেই তারা ধরে নিতে পারবেন কৌশলগুলো।

তিনি বলেন, ভারত-পাকিস্তান খেলা হলে আইসিসি’র আয় বেশি হয়। কিন্তু আমরাও পিছিয়ে নেই। আইসিসি’র দ্বিতীয় আয়ের তালিকায় বাংলাদেশ থাকে, যদি বাংলাদেশ ও ভারতের খেলা হয়।

তিনি বলেন, নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া তাদের সফর বাতিল করেছে। কিন্তু এটা দেশের জন্য ভালো নয়। দেশের বড় ক্ষতি। কারণ, এর সঙ্গে সুনামসহ অনেক কিছু জড়িত।

বিসিবি প্রেসিডেন্ট বলেন, এখনকার ছেলেরা মাঠে গিয়ে খেলা করতে চান না। তারা ঘরে বসে কম্পিটারে খেলা করতে ভালবাসেন। এ সময় তিনি তার নিজের ছেলের উদাহরন তুলে ধরেন।

পাপন অবশ্য বলেন, ঢাকায় এখন তেমন কোনো খেলার মাঠ নেই। পূর্বাচলে আমরা জমি পাবো। আমরা সেখানে খেলার মাঠ তৈরি করবো। আমরা ৭০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন খেলার মাঠ নির্মাণ করবো।

আইসিসি’র সভায় যোগ দিতে তিনি শুক্রবার (০৯ অক্টোবর) দুবাইয়ে যাচ্ছেন উল্লেখ করে পাপন জানান, সেখানে তিনি বাংলাদেশের স্বাভাবিক অবস্থা জোরের সঙ্গে তুলে ধরে বিদেশি দলকে খেলতে আসার আমন্ত্রণ জানাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকালের সম্পাদক গেলাম সারওয়ার, প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর, সিনিয়র সাংবাদিক এম শাহজাহান মিয়া, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ, বিশিষ্ট ক্রীড়া লেখক মো. কামরুজ্জামান, রয়টার্সের ফটোগ্রাফার আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়া লেখক প্রেসক্লাব সদস্য খন্দকার মঞ্জুরুল ইসলাম দীলু খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএস/পিসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।