গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে চার পুলিশ সদস্য হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
গ্রেফতার আসামিরা হলেন উপজেলার রামভদ্র রাজবাড়ি গ্রামের বাবলু কাজী (৪৮), তার ছোট ভাই শফিকুল কাজী (৪৫) ও একই গ্রামের নুরুল আলমের ছেলে আব্দুর রশিদ (৪৫)।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সুন্দরগঞ্জ এলাকায় তাদের বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর উপজেলা জুড়ে তাণ্ডব চালায় দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এসময় বামনডাঙা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেন ওই তিন আসামি।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/এটি