ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাগরে গোসল করতে নেমে মেডিকেল ছাত্র নিখোঁজ

পটুয়াখালি ও বরিশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
সাগরে গোসল করতে নেমে মেডিকেল ছাত্র নিখোঁজ

বরিশাল: কুয়াকাটার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে মাহামুদুল হাসান মামুন নামে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্র নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে সাগরে বয়া নিয়ে গোসল করতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন।

তাকে উদ্ধারে স্থানীয় পুলিশ প্রশাসনসহ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যুব রেড ক্রিসেন্ট ক্লাবের সভাপতি সাজিদুল করিম সাজিদ বাংলানিউজকে জানান, ক্লাবের হয়ে বরিশাল মেডিকেলের প্রায় ৫০ জন শিক্ষার্থী বার্ষিক ভ্রমণে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুয়াকাটায় আসেন।

বেলা ৩টার দিকে ৪৫তম ব্যাচের ছাত্র মাহামুদুল হাসান মামুন একটি বয়া নিয়ে সাগরে গোসল করতে যান, এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

বিষয়টি পুলিশকে জানালে তারাসহ স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) কোনো খোঁজ পাওয়া যায়নি।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, তারা বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযানে নেমেছেন। প্রায় ১০টির মতো ট্রলার নিয়ে নিখোঁজ যুবককে খোঁজা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।