ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

২০ বছরের জন্য আরডিএ’র মহা কর্মপরিকল্পনা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
২০ বছরের জন্য আরডিএ’র মহা কর্মপরিকল্পনা প্রকাশ

রাজশাহী: আগামী ২০ বছরের জন্য মহা কর্মপরিকল্পনা প্রকাশ করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

মহানগরীর আশেপাশের দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন পরিষদের ৩৬৪ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এ মহা কর্মপরিকল্পনা তৈরি করেছে আরডিএ।



বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আরডিএ ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বজলুল রহমান এ কর্মপরিকল্পনার কথা জানান।

আরডিএ চেয়ারম্যান অধ্যক্ষ বজলুল রহমান জানান, রাজশাহী শহর ও এর আশেপাশের এলাকায় পরিকল্পিত উন্নয়নের জন্য ১৯৭৬ সালের ১৯ অক্টোবর রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। শুরুতে এ কর্তৃপক্ষের আওতাধীন এলাকা ছিলো ১২৭ বর্গ কিলোমিটার। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ দশমিক ১৯ কিলোমিটার। এই এরিয়ার মধ্যে মহানগরসহ পাশের নওহাটা ও কাটাখালী পৌরসভাও রয়েছে। এছাড়াও আছে ১২টি ইউনিয়ন পরিষদ। এগুলো হলো- হরিপুর, দামকুড়া, হড়গ্রাম, ইউসুফপুর, বেলপুকুর, বানেশ্বর, সরদহ, সালুয়া, হুজুরিপাড়া, বড়গাছি, পারিলা ও হরিয়ান।

তিনি আরও জানান, দেশের অন্য কোনো শহরের তুলনায় রাজশাহী মহানগরী ও তার আশেপাশের এলাকা অনেক গোছানো। কর্ম পরিকল্পনা হাতে নিয়ে কাজ করা হয় বলেই রাজশাহীকে সাজানো সম্ভব হয়েছে।

নগরীর আশেপাশের এলাকাগুলো এবারে মহাপরিকল্পনার আওতায় আনা হয়েছে। মহনগরীর সঙ্গে মিল রেখে এসব এলাকাকে এগিয়ে নেওয়ার জন্য এ পরিকল্পনা করা হয়েছে।

নগরীর বাইরের তালিকাভুক্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলো নিয়ে মহাপরিকল্পনার আওতায় কিভাবে কাজ করা যাবে, তা নিয়ে আলোচনা করাই ছিলো এ সভার মূল লক্ষ্য।

সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, পুঠিয়া উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, নওহাটা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল ইসলাম, দর্শনপাড়া ইউপির চেয়ারম্যান রমজান আলী, হরিপুরের চেয়ারম্যান নজরুল ইসলাম, হরিয়ানের চেয়ারম্যান মহিদুল ইসলাম বাচ্চু, সরদহের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, হুজুরিপাড়ার চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।