ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

জয়দেবপুর থেকে অপহৃত শিশু গেণ্ডারিয়ায় উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
জয়দেবপুর থেকে অপহৃত শিশু গেণ্ডারিয়ায় উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জয়দেবপুর থেকে অপহৃত শিশু সুরমাকে (২) রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে র‌্যাব -১ এর এএসপি মোহাম্মদ নাজমুল হাসান রাজীব বাংলানিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।



এর আগে বৃহস্পতিবার ভোরে শিশুটিকে গেন্ডারিয়া থেকে উদ্ধার করে র‌্যাব-১ এর একটি দল।

এএসপি মোহাম্মদ নাজমুল হাসান রাজীব বলেন, শিশুটির পিতা শফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে র‌্যাব। তদন্তের এক পর্যায়ে মোবাইলের সূত্র ধরে র‌্যাব নিশ্চিত হয় যে, অপহরণকারীরা কেরানীগঞ্জ থানাধীন গেন্ডারিয়া ও তার পার্শ্ববর্তী খেজুরবাগ এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে গেন্ডারিয়া কবরস্থান সংলগ্ন শাহেদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া সুমির বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী মোকছেদ সাগর পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫‌১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এনএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।