আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় নদীতে গোসল করতে নেমে ইমন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় নিখোঁজ হয়েছেন টেঙ্গুরী আলিয়া মাদ্রাসার রিয়াদ (১৪) নামে আরও এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) টেঙ্গুরী রাঙ্গামাঠি এলাকার বংশী নদীতে এ ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী পুকুরপাড়া এলাকার মুরাদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে টেঙ্গুরী এলাকায় কয়েকজন বন্ধু এক সঙ্গে বংশী নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ করে আশুলিয়ার বেপজা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থী ইমন ও রিয়াদ নামের দু’জন নিখোঁজ হন। পরে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজ করে কলেজ শিক্ষার্থী ইমনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
তবে এখন পর্যন্ত নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদের কোনো খোঁজ মেলেনি। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে স্থানীয়রা। ইতোমধ্যে ফায়ার সার্ভিসেও খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আইএ