গাজীপুর: জেলার কালীগঞ্জের উলুখোলা বাইপাস এলাকা থেকে হাত পা বাঁধা অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-দিনাজপুর বাইপাস সড়কের কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাইপাস এলাকায় হাত-পা বাধা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
এলাকাবাসীর দেওয়া খবরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএ