নীলফামারী: নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ তিন কর্মকর্তাকে অনিয়ম, দুর্নীতির অভিযোগে চাকরি থেকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে।
৬ অক্টোবর (মঙ্গলবার) পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
দুই কর্মকর্তা হলেন, উপ বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক ও শাখা কর্মকর্তা (এস ও) তোবারক আলী।
উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ড রংপুরের প্রধান প্রকৌশলী আতিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
সূত্র মতে, গত অর্থ বছরে দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের আরএসকিউ ও জরুরি কাজে প্রায় ১৬ কোটি টাকার অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠে। পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল এলাকা পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়।
সূত্র জানায়, এসব কাজের মধ্যে উল্লেখযোগ্য ছিল তিস্তা ব্যারাজের ভাটিতে জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় তিস্তা নদীর ডানতীর বাঁধ সংস্কার ও ভাঙন রোধ। সেখানে ৪৫ সেন্টিমিটার মাপের সিসি ব্লক নির্মাণ এবং স্থাপন করার কথা থাকলেও করা হয়নি। ৩৫ সেন্টিমিটার মাপের পুরোনো সিসি ব্লক প্লাস্টার করে ব্যবহারের মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।
কাজের তদারকির প্রধান দায়িত্ব পালন করেন ডালিয়া পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক।
সার্বিক দেখাশোনার দায়িত্বে ছিলেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও শাখা কর্মকর্তা তোবারক আলী। তাদের যোগসাজশে অনিয়ম সংঘটিত হওয়ার বিষয়টি তদন্ত দলের কাছে প্রমাণিত হলে ওই তিন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ডালিয়া পাউবো নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, এখনো কাগজ পাইনি। কাগজ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
উত্তরাঞ্চল পাউবো রংপুরের প্রধান প্রকৌশলী আতিকুর রহমার বলেন, ৬ অক্টোবর পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশে ওই তিন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যে কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন ওই অনিয়মের বিষয়ে আমি নিজেও তদন্ত করে সত্যতা পেয়েছি।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএইচ