ঢাকা: পৃথক ১৫টি চেক প্রতারণার মামলায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরু মিয়ার আদালত এ পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী এ আর খান বাংলানিউজকে জানান, ৭৫ লাখ টাকার ১৫টি চেক ডিজ-অনার হওয়ায় গত ২১ মে ব্যবসায়ী রাশেদ আহমেদ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করেছিলেন।
এসব মামলায় বিচারক প্রথমে আসামিদের প্রতি সমন জারি করেছিলেন। সমন পেয়ে ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তার জামিন মঞ্জুর করেন আদালত।
কিন্তু চেয়ারম্যান হারুন অর রশিদ আদালতে হাজির না হলে বাদীপক্ষের আবেদনে পরোয়ানা জারি করেন বিচারক।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এমআই/এএসআর