ঢাকা: বঙ্গভবনের পেছনের রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সফিউল্লাহ ভূঁইয়া নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র শাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দোয়েল পরিবহনের (ঢাকা-মেট্রো ১১-৫৪-৫৬) একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সফিউল্লাহ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
এনএ/আরএম