ফরিদপুর: ফরিদপুরের সালথায় নিলুফা বেগম (২২) নামে এক তরুণীর গলায় রশি বাধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে ওই তরুণীর বাবা কৃষক আলিম মাতুব্বরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিলুফার বেগম পাশের বোয়ালমারী উপজেলা সদরের ভ্যানচালক রওশন মোল্লার স্ত্রী।
আলিম মাতুব্বর জানান, বিয়ের পর তিন বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলের জন্ম দেয় নিলুফা। অস্ত্রোপচারের পর থেকে মাঝে মাঝেই সে পেটের ব্যথায় আক্রান্ত হতো। বুধবার (৭ অক্টোবর) রাতে তার পেটের ব্যথা শুরু হলে তা সইতে না পেরে বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তবে স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিলুফা ও তার স্বামী রওশনের মধ্যে বিরোধ চলছিল। যে কারণে অনেক দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন নিলুফা। এ বিরোধের জের ধরে এ মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) তোতা মিয়া জানান, নিলুফার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএসআর