রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোমান মিয়া (২৮) নামে এক মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রোমান মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের আশুনিপাড়া এলাকার মাজেদ মিয়ার ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, রোমান মিয়া দীর্ঘ দিন ধরে চোলাই মদ সেবক করে এলাকায় মাতলামি করতো বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
সন্ধ্যায় এক বোতল চোলাই মদসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবককে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএইচ