ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীপুরের মেয়রের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
শ্রীপুরের মেয়রের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ঢাকা: পৌরসভার আদায় করা করের প্রায় ৪৪ লাখ টাকা আত্মসাতের মামলায় গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন এ চার্জশিটের অনুমোদন দেয়।

দ্রুতই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে এ চার্জশিট পেশ করবেন। অনুমোদিত চার্জশিটে গাজীপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক (বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনকে কর্মরত) আব্দুল মান্নানকেও আসামি করা হয়েছে।
 
মেয়রসহ পৌরসভার এ কর্মকর্তার বিরুদ্ধে আদায় করা করের ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আদায় করা করের ওই অর্থ আত্মসাৎ করেছেন। পৌরসভার রশিদসহ ওই অর্থ গ্রহণ হলেও তা সরকারি ফান্ডে জমা না দিয়ে নিজেরাই নেন আসামিরা।

দুদকের তদন্তেও ওই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে তদন্ত কর্মকর্তার সুপারিশক্রমে কমিশন চার্জশিট অনুমোদন দিয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন মামলাটি তদন্ত করেন।

এর আগে, ২০১৪ সালের ১৭ জুলাই মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে ৫২ লাখ ৩ হাজার ৩১২ টাকা কর আত্মসাতের অভিযোগে শ্রীপুর থানায় তিনটি মামলা করেছিল দুদক। এর মধ্যে তৃতীয় মামলায় চার্জশিট অনুমোদন দেয় দুদক।
 
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এডিএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।