ঢাকা: রাজধানীর বঙ্গভবনের পেছনের রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সফিউল্লাহ ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র শাহা বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করে বলেন, দোয়েল পরিবহনের (ঢাকা-মেট্রো ১১-৫৪-৫৬) একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি তপন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এনএ/আইএ