ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মিল্কি হত্যার বাদীকে আদালতে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
মিল্কি হত্যার বাদীকে আদালতে তলব রিয়াজুল হক খান মিল্কি

ঢাকা: যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ওইদিন আদালতে বাদীকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত এ নির্দেশ দেন।

গত ২৩ সেপ্টেম্বর মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন (সম্পূরক চার্জশিট) আদালতে দাখিল করে সিআইডি। সম্পূরক চার্জশিটে মামলায় নতুন করে আরও সাতজনকে আসামি করা হয়েছে। দুই চার্জশিট মিলিয়ে বর্তমানে আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

নতুন আসামিরা হলেন- তুহিন রহমান ফাহিম, সৈয়দ মুজতবা আলী রুমী, রাশেদ মাহমুদ, সাইদুল ইসলাম ওরফে নুরুজ্জামান, সুজন হাওলাদার, ডা. পাপ্পু ও মামুন অর রশিদ।

গত ১৫ এপ্রিল ১১ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর সহকারী কমিশনার কাজেমুর রশিদ। চার্জশিটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবলীগ নেতা এইচএম জাহিদ সিদ্দিকী তারেক প্রধান আসামি হলেও তিনি নিহত হওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

র‌্যাবের চার্জশিটের অন্য ১১ আসামি হলেন সাখাওয়াত হোসেন চঞ্চল, ফাহিমা ইসলাম লোপা, মো. জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম হাবিব, মো. সোহেল মামুন, চুন্নু মিয়া, আরিফ, ইবরাহীম খলিল, রফিকুল ইসলাম এবং শরীফুদ্দিন চৌধুরী।

গত বছরের ২৯ জুলাই রাতে গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণি বিতানের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। ওই বিপণি বিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে মিল্কির এক সময়ের সহযোগী যুবলীগের আরেক নেতা জাহিদ সিদ্দিকী তারেকসহ ভাড়াটে কিলাররা তাকে হত্যা করেন বলে নিশ্চিত হন পুলিশ কর্মকর্তারা।

এ ঘটনায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় এজাহার নামীয় ১১ জন এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে মিল্কি হত্যার দায় স্বীকার করে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।