মাগুরা: মাগুরা জেলায় এ বছর ৬১৪টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গত বছর ৫৭৭টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল।
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে মাগুরায় প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন মাগুরার জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
এ বছর দুর্গা পূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পূজা উদযাপন পরিষদ নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে মাগুরা জেলা প্রশাসন বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে এক মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার (এসাপ) একেএম এহানউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির আহমেদ বাবলু, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু, জেলা পূজা পরিষদ সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডুসহ চার উপজেলার পূজা পরিষদের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এবছর মাগুরা জেলায় সর্বমোট ৬১৪টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১৯৩টি, শ্রীপুর উপজেলায় ১৩৫টি, মহম্মদপুর উপজেলায় ১২৩টি, শালিখা উপজেলায় ১৪২টি ও পৌরসভায় ২১টি মন্দিরে পূজার আয়োজন চলছে বলে সভায় জানানো হয়।
গত বছর জেলায় মোট ৫৭৭টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হলেও এ বছর তা বৃদ্ধি পেয়ে ৬১৪ হয়েছে। সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) শারদীয় দুর্গাপূজা নিবিঘ্নে করতে সব পূজা মন্দিরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু বাংলানিউজকে জানান, সরকারি আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।
১৯ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২২ অক্টোবর বিজয়া দশমী পালিত হলেও ২৩ অক্টোবর শুক্রবার জেলার সব মন্দিরের প্রতিমা নিরঞ্জন বা বির্সজন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এ সভায়।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/এসএইচ