ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় ১৫ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
বরগুনায় ১৫ জেলের জেল-জরিমানা ছবি: প্রতীকী

বরগুনা: নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে বরগুনার বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেলেদের জেল-জরিমানা করা হয়।



এসময় ১০৬ কেজি ইলিশ জব্দ ও ১৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ৪০০ মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে।

বরগুনার বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে বরগুনা সদর ও আমতলী ও তালতলী উপজেলার ১৫ জেলেকে ৬০ হাজার টাকা জরিমানা ও তিন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বরগুনা সদর উপজেলায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রে সাকিব আল রাব্বি ৭ জেলেকে জেল-জরিমানা করেছেন।

এদের মধ্যে তিন জনকে একবছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এরা হলেন- রিয়াজ, মালেক ও কাশেম। তাদের প্রত্যেককে একবছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়াও ৪ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- ইউসুফ, বেল্লাল, রুবেল ও কালাম। প্রত্যেকের বাড়িই পাথরঘাটা উপজেলার কাকচিড়ায়।

তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছোট বালিয়াতলী গ্রামের ফারুক হোসেন, আলমগীর হোসেন, নাসির উদ্দিন, সেন্টু মোল্লা ও সোহাগকে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

অপরদিকে আমতলীর ইউএনও মিজানুর রহমান বরগুনার মানিকখালী গ্রামের বেল্লাল হোসেন, ইলিয়াস ও রাসেলকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।