ঢাকা: দেশের দক্ষিণ অঞ্চলসহ ঢাকা বিভাগে শুক্রবার (০৯ অক্টোবর) মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মাঝারি বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকা শহরেও।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল থেকে যা এখনও জারি আছে।
এদিন রাতে অধিদফতরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে বা বিকেলে রাজধানীতে বৃষ্টি হতে পারে। এছাড়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে পুরো ঢাকা বিভাগেই। সেই সঙ্গে দক্ষিণে সতর্ক সংকেত তো রয়েছেই। এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সতর্ক সংকেতে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলে এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সন্ধ্যা ০৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসের এক বিবৃতিতে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আইএ
** সাগরে লঘুচাপ, তিন নম্বর সতর্ক সংকেত