চাঁদপুর: পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, ভালো কর্মের মধ্যেই পুলিশের পরিচয়। তবে, সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিং, পুলিশের উপর নির্ভরশীল হলে তাদের দায়িত্ব পালন করা সম্ভব। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে না, তাতে কমিউনিটি থাকে না। তাই কমিউনিটি পুলিশিংকে এগিয়ে নিতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। জনগণ ও পুলিশ যদি এক সঙ্গে কাজ না করে, তাহলে কাজ পূর্ণাঙ্গ হবে না।
আইজিপি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশে এখন অর্থনীতিতে অনেক উন্নত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন, চাঁদপুরের পুলিশ সুপার(এসপি) শামসুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রামের ডিআইজি সফিকুল ইসলাম, ডিআইজি (অপরাশেন) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, কমিউনিটি পুলিশিং জেলার সহ-সভাপতি জিএম শাহাবুদ্দিন ও চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএটি/এসএইচ