গাইবান্ধা: গাইবান্ধার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনগত রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার মালিবাড়ি চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
লিমন সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের নতুনবন্দর গ্রামের শওকত আলীর ছেলে। সে স্থানীয় নতুনবন্দর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, রাতে ট্রাক বোঝাই খড়ের উপর বসে বগুড়া থেকে বাড়ি ফিরছিলো লিমন। ট্রাকটি মালিবাড়ি চৌরাস্তায় পৌঁছালে বিদ্যুতের ঝুলন্ত তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় লিমন। এ সময় ট্রাকে থাকা খড়ে আগুন ধরে যায়।
মালিবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান টিআইএম নাজমুল হুদা বাদল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরআই