মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে ছায়েদ মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় পতন উষার ইউনিয়নে শ্রীসূর্য গ্রামে এ ঘটনা ঘটে।
ছায়েদ মিয়া পতন উষার ইউনিয়নে শ্রীসূর্য গ্রামের কনা মিয়ার ছেলে।
পতন উষার ইউনিয়নে চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ছায়েদের কোনো সড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পান সে ঝুলে রয়েছে। পরে পরিবারের লোকজন রশি খুলে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান আরো জানান ছায়েদ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলো।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ০৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০৯,২০১৫
আরআই