ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে দুই মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
পিরোজপুরে দুই মাদকসেবীর ছয় মাসের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাশেদউজ্জামান এ সাজা দেন।



সাজা প্রাপ্তরা হলেন-পৌরসভার খুমুরিয়া এলাকার নগেন্দ্রনাথ রায়ের ছেলে সঞ্জীব রায় (৩২) ও জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের হরিপদ মালাকার ছেলে সঞ্জীব মালাকার (৩০)।

ডিবির উপপরিদর্শক (এসআই) হাচনাইন পারভেজ বাংলানিউজকে জানান, পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে গাজা সেবনের সময় সঞ্জীব রায় ও সঞ্জীব মালাকারকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।

এরপর  ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাঁজা সেবনের দায়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ২০০ টাকা জরিমানা ধার্য করে কারাগারে প্রেরণ করেন।

বাংলাদেশ সময়: ০৬৪২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।