নাটোর : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নাটোরের বড়াল নদীর সকল স্লুইস গেট অপসারণ করা হবে। এসব স্লুইস গেট নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে।
বড়াল নদীর উপরে স্লুইস গেট অপসারণের জন্য স্থানীয় জনসাধারণের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার আটঘরিয়া এলাকায় স্লুইস গেট পরিদর্শন উত্তর এক সমাবেশে এ কথা বলেন।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে ২৪ হাজার ৪শ’ কি. মি. নৌপথ ছিল। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে তিন হাজার কিলোমিটারে। বর্তমান সরকার ৬৫টি নদী খনন করে নৌপথের স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনার জন্য কাজ করছে।
তিনি আরও বলেন,২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হবো। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ বর্তমানে খাদ্য বিদেশে রপ্তানি করছে। আমরা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের রেখে যাওয়া তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকে বৃদ্ধি করে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি।
মন্ত্রী শাজাহান খান আরও বলেন, পেট্রোল বোমা মেরে ক্ষমতায় যেতে না পেরে বর্তমানে বিএনপি-জামায়াত জোট বিদেশিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। লন্ডনে ছেলের সাথে খালেদা জিয়া মা-বেটার কাশিমবাজার কুঠি খুলে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র কখনও সফল হবে না।
সমাবেশে পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতিক এমপি বলেন, আটঘরিয়া স্লুইস গেটের পাঁচটি গেটকে ১০টি গেটে উন্নীতকরণ অথবা স্লুইস গেটটি অপসারণ করে ব্রিজ নির্মাণ- এই দুই বিকল্পের মধ্যে বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি স্লুইস গেট এলাকায় একটি ইকো পার্ক স্থাপনেরও প্রতিশ্রুতি দেন।
বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাঁদ মাহমুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস ও নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
উল্লেখ্য রাজশাহী, নাটোর ও পাবনার উপর দিয়ে প্রবাহিত বড়াল নদীর উপরে চারটি স্লুইস গেট অপসারণ করে বড়াল নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনার দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরআই